
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের ১৫ মাস ধরে চলমান প্রশাসন অস্থিতিশীলতা তৈরি করেছে। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাঙ্গন ও প্রশাসন—সবখানেই জবাবদিহিতার অভাব দেখা যাচ্ছে।
আমীর খসরু মনে করেন, এই সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি সতর্ক করেন, সরকারের কিছু কর্মকর্তা রাজনৈতিক দলসমৃদ্ধ এবং তাদের প্রভাবের কারণে অন্তর্বর্তী সরকার কার্যকরভাবে তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করতে পারবে না। এছাড়া তিনি বলেন, বর্তমান সরকার বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং দৈনন্দিন প্রশাসনিক কাজের দিকে মনোযোগী হওয়া উচিত।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কাজ করছে এবং রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টিতে যাবে না। সরকারের ভেতরের কিছু লোক পরিস্থিতি বিঘ্নিত করলে তা সরকারেরই সম্মানহানি ঘটাবে। আমীর খসরু বিদেশি হস্তক্ষেপের বিরোধিতাও জোর দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।